চ্যাম্পিয়নস লিগে মঞ্চেনগ্লাডবাখের বিপক্ষে ম্যাচের জন্য ইতোমধ্যে দল ঘোষণা করেছে রিয়াল মাদ্রিদ। আর এই জার্মানি সফরে দলে ইনজুরি সেরে ফিরেছেন এডেন হ্যাজার্ড।
ইনজুরির কারণে চলমান মৌসুমে গ্যালাকটিকোদের হয়ে এখন পর্যন্ত খেলা হয়নি বেলজিয়ান তারকার। আসলে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর থেকেই চোটে ভুগছেন এই তারকা মিডফিল্ডার। গোড়ালির সমস্যার কারণে ২০১৯-২০ মৌসুমে জিদানের অধীনে মাত্র ২২ ম্যাচ খেলেছেন হ্যাজার্ড।
এদিকে হ্যাজার্ড ফিরলেও রাইটব্যাক দানি কারবাহাল, আলভারো ওদ্রিওসোলা ও নাচো ছিটকে গেছেন। এছাড়া ইনজুরির কারণে মার্টিন ওর্ডেগার্ড ও মারিয়ানোও থাকছেন না।
মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ২টায় মঞ্চেনগ্লাডবাখের মুখোমুখি হবে রিয়াল।
Development by: webnewsdesign.com