ইডেন কলেজের অধ্যক্ষ’কে হত্যা, রায়ের পর কাঁদলেন অমিত

রবিবার, ০৪ অক্টোবর ২০২০ | ৪:৪৫ অপরাহ্ণ

ইডেন কলেজের অধ্যক্ষ’কে হত্যা, রায়ের পর কাঁদলেন অমিত
apps

ইডেন মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীন হত্যা মামলায় দুই গৃহকর্মীর মৃত্যুদণ্ডের রায়ে কেঁদেছেন মাহফুজা চৌধুরীর ভাগনে সানিয়াত ইসমত অমিত।

রায়ের প্রতিক্রিয়া অমিত বলেন, ন্যায়বিচার পেয়েছি। সরকার, আইনব্যবস্থা, পুলিশ প্রসাশনের ওপর বিশ্বাস ছিল। আজকে রায়ের মধ্য দিয়ে সেটা আবার বহাল থাকল। আশা করছি, রায় দ্রুত কার্যকর হবে।

এদিকে মাহফুজা চৌধুরী হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন মাহফুজা চৌধুরীর গৃহকর্মী রিতা আক্তার ওরফে স্বপ্না ও রুমা ওরফে রেশমা।

ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালত দুপুর ১টায় এ রায় ঘোষণা করেন।

গত বছরের ১১ ফেব্রুয়ারি রাজধানীর এলিফেন্ট রোডের নিজ বাসায় খুন হন মাহফুজা চৌধুরী। এ ঘটনায় নিহত অধ্যক্ষ মাহফুজা চৌধুরীর স্বামী ইসমত কাদির গামা মামলা করেন। গৃহকর্মী স্বপ্না ও রেশমা এবং দুই গৃহকর্মীর জোগানদাতা রুনু বেগমকে গ্রেপ্তারের পর রিমান্ডে নেয় পুলিশ। স্বপ্না ও রেশমা হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন।

গত বছরের ২১ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা নিউমার্কেট থানার এসআই আলমগীর হোসেন মজুমদার দুই গৃহকর্মীকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। রুনু বেগমের বিরুদ্ধে অভিযোগ না পাওয়ায় তাকে অব্যাহতির আবেদন করেন তদন্ত কর্মকর্তা। গত ৯ ফেব্রুয়ারি দুই আসামির বিরুদ্ধে চার্জগঠন করেন আদালত।

মাহফুজা চৌধুরী ২০০৯-২০১২ সাল পর্যন্ত ইডেন কলেজের অধ্যক্ষ ছিলেন।

Development by: webnewsdesign.com