ইউক্রেন শান্তি সম্মেলনে যোগ দেবেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস : হোয়াইট হাউস

মঙ্গলবার, ০৪ জুন ২০২৪ | ১১:২৪ পূর্বাহ্ণ

ইউক্রেন শান্তি সম্মেলনে যোগ দেবেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস : হোয়াইট হাউস
ইউক্রেন শান্তি সম্মেলনে যোগ দেবেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস : হোয়াইট হাউস
apps

মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস সুইজারল্যান্ডে অনুষ্ঠেয় ইউক্রেন শান্তি সম্মেলনে যোগ দেবেন। সোমবার হোয়াইট হাউস এই তথ্য জানিয়েছে।

হোয়াইট হাউসের বিবৃতি অনুসারে, হ্যারিস ১৫ জুন লুসার্নে বৈঠকে যোগ দেবেন। তার সঙ্গে থাকবে যুক্তরাষ্ট্রের জাতীয় সুরক্ষা উপদেষ্টা জ্যাক সুলিভান। ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তি নিশ্চিত করার জন্য ইউক্রেনের প্রচেষ্টাকে সমর্থন করার জন্য বাইডেন-হ্যারিস প্রশাসনের প্রতিশ্রুতির উপর জোর দেবেন কমলা হ্যারিস।

হ্যারিসের মুখপাত্র কার্স্টেন অ্যালেন এক বিবৃতিতে বলেন, চলমান রুশ আগ্রাসনের বিরুদ্ধে আত্মরক্ষায় ভাইস প্রেসিডেন্ট ইউক্রেনের জনগণের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করবেন।

Development by: webnewsdesign.com