ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ বলেছেন, যুদ্ধ-সংঘাতে গত ২৪ ঘণ্টায় ইউক্রেন সেনাবাহিনীর হামলায় ১৫০ রুশ সেনা সদস্য নিহত হয়েছে। এ নিয়ে ইউক্রেনের হামলায় ৩৮ হাজার ৪৫০ রুশ সেনা নিহত হয়েছে। সোমবার কাতার ভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।
সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, দেশটিতে যুদ্ধ-সংঘাতে এখন পর্যন্ত ৩৮ হাজার ৪৫০ রুশ সেনা নিহত হয়েছে। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। তারপর থেকে এখন পর্যন্ত যুদ্ধ থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। গত ২৪ ফেব্রুয়ারি ভোরে ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়ান সৈন্যরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের প্রথম দেশ হিসেবে রাশিয়ার সশস্ত্র বাহিনী স্থল, আকাশ ও সমুদ্রপথে ইউক্রেনে এই হামলা শুরু করে।
Development by: webnewsdesign.com