আয়ারল্যান্ডের প্রস্তাব নাকচ করল বিসিবি…

শনিবার, ০৩ অক্টোবর ২০২০ | ৩:২৮ অপরাহ্ণ

আয়ারল্যান্ডের প্রস্তাব নাকচ করল বিসিবি…
apps

আয়ারল্যান্ডের অনুষ্ঠেয় চার জাতির আন্তর্জাতিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলার প্রস্তাব নাকচ করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

ডিসেম্বরে সংযুক্ত আরব আমিরাতে একটি চার জাতি টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলতে বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছিল ক্রিকেট আয়ারল্যান্ড। তারা এরই মধ্যেই স্কটল্যান্ডকে টুর্নামেন্টের জন্য রাজি করিয়েছে। অন্যদিকে তারা চেয়েছিল, বাংলাদেশ রাজি থাকলে আরেকটি সহযোগী দেশকে নিয়ে আয়োজন করবে টুর্নামেন্টটি। কিন্তু বিসিবি আয়ারল্যান্ডের সেই প্রস্তাব নাকচ করে দিয়েছে।

বোর্ড জানায়, আপাতত ঘরোয়া ক্রিকেটের ওপরই গুরুত্ব দিচ্ছে বোর্ড। আর জানুয়ারিতেই ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সিরিজ বাংলাদেশের। তাই খেলোয়াড়রা যাতে ঘরোয়া ক্রিকেটে খেলে হোম সিরিজের জন্য তৈরি হতে পারে, এ কারণে আয়ারল্যান্ডের প্রস্তাব নাকচ করে দিয়েছে বলে জানায় বিসিবি।

Development by: webnewsdesign.com