আশুগঞ্জে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ মাদক কারবারীকে আটক

বুধবার, ২২ সেপ্টেম্বর ২০২১ | ২:৩২ অপরাহ্ণ

আশুগঞ্জে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ মাদক কারবারীকে আটক
apps

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে ৫০০ বোতল ফেন্সিডিলসহ দেলোয়ার হোসেন দুলাল (৫২) এক মাদককারবারীকে আটক করেছে র‌্যাব-১৪ ক্যাম্পের সদস্যরা। বুধবার সকালে আশুগঞ্জ সেতুর টোলপ্লাজার ঢাকা-সিলেট মহাসড়কে অভিযানে মাদকসহ আটক হয়।

আটক, দেলোয়ার হোসেন দুলাল (৫২) জেলার আখাউড়ার দূর্গাপুর এলাকার মৃত: বাবুল মিয়ার ছেলে। এসময় মাদক পাচারের কাজে ব্যবহৃত একটি জিপ গাড়ি জব্দ করা হয়েছে।

র‌্যাব-১৪ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ সেতুর টোলপ্লাজার ঢাকা-সিলেট মহাসড়কের অভিযান পরিচালনা করে মাদককারবারী দুলালকে আটক করা হয়। এসময় মাদক পাচারের কাজে ব্যবহৃত জিপ গাড়িটিতে তল্লাশি চালিয়ে ৫০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Development by: webnewsdesign.com