মরক্কোর ফুটবল তারকা আশরাফ হাকিমি ফরাসি ফুটবল ক্লাব প্যারিস সেন্ট জার্মেই বা পিএসজিতে সুখে আছেন এবং এই ক্লাব নিয়ে তিনি সন্তুষ্ট আছেন বলে জানিয়েছেন তার এজেন্ট। বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের পরে হাকিমি ফরাসি জায়ান্টদের ছেড়ে যাওয়ার জন্য প্রস্তুত হতে পারেন এমন জল্পনার মধ্যে তিনি এই মন্তব্য করেছেন।
হাকিমির এজেন্ট আলেজান্দ্রো ক্যামানো ইতালীয় নিউজ ওয়েবসাইট ক্যালসিও মেরকাতোকে বলেছেন, ‘আমি ভবিষ্যৎ সম্পর্কে জানি না। তবে হাকিমির পিএসজিতে সাড়ে তিন বছরের জন্য একটি চুক্তি রয়েছে যার লক্ষ্য ফ্রেঞ্চ লিগ এবং চ্যাম্পিয়ন্স লিগ জেতা। আমি মনে করি হাকিমি এখন নিশ্চিন্তে খেলবে।
তিনি আরও বলেন, ‘ফুটবল বিশ্বে অনেক কিছুই ঘটে থাকে। সুতরাং ভবিষ্যতে কি ঘটবে কেউই জানে না। তবে এখন তিনি ফ্রান্সে খুব সুখে আছেন।
রাইট ব্যাকে খেলা আশরাফ হাকিমি এর আগে রিয়াল মাদ্রিদ, বরুশিয়া ডর্টমুন্ড এবং ইন্টার মিলানে খেলেছেন। বর্তমানে তিনি পিএসজিতে আছেন।
স্পেনের মাদ্রিদে জন্ম নেয়া এই ফুটবলার চাইলে স্প্যানিশ জাতীয় দলের হয়ে খেলতে পারতেন। তার পরিবর্তে নিজের পূর্বপুরুষের দেশ মরক্কোর প্রতিনিধিত্ব করার সিদ্ধান্ত নিয়েছেন। বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে পেনাল্টি থেকে তার করা গোলে স্পেনকে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে ওঠে মরক্কো।
এবারের বিশ্বকাপ টুর্নামেন্টের সেরা খেলোয়াড়দের একজন ছিলেন আশরাফ হাকিমি। বেলজিয়াম, স্পেন এবং পর্তুগালের মত শক্তিশালী দেশকে পরাজিত করে মরক্কোকে সেমিফাইনালে নিয়ে যেতে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
Development by: webnewsdesign.com