কিশোরগঞ্জের ঐতিহাসিক শহীদী মসজিদের খতীব, বাংলাদেশ কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ড (বেফাক)’র সহসভাপতি আল্লামা আযহার আলী আনোয়ার শাহ’র মৃত্যুতে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ গভীর শোক প্রকাশ করেছেন।
শোক বার্তায় রাষ্ট্রপতি বলেন, আল্লামা আনোয়ার শাহ’র মৃত্যুতে জাতি একজন ইসলামি চিন্তাবিদকে হারিয়েছেন। তার বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন রাষ্ট্রপতি।
বৃহস্পতিবার বাদ জোহর ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে আল্লামা আযহার আলী আনোয়ার শাহ’র নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
আবহাওয়া ভালো থাকলে তার নামাজে জানাজায় হাটহাজারি মাদ্রাসার মহাপরিচালক এবং কওমী মাদ্রাসা বোর্ড( বেফাক)’র চেয়ারম্যান আল্লামা আহমেদ শফী ইমামতি করবেন বলে জানা গেছে।
Development by: webnewsdesign.com