আলোচিত বুলবুল হত্যার আসামি পাথর খেকো বাবুল আটক

সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২০ | ৯:৫৯ অপরাহ্ণ

আলোচিত বুলবুল হত্যার আসামি পাথর খেকো বাবুল আটক
apps

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ এলাকা থেকে ছাতকের আলোচিত বুলবুল হত্যা মামলার এক পলাতক আসামিকে আটক করেছে র‌্যাব-৯। সোমবার বিকাল ৪টার দিকে ভোলাগঞ্জ এলাকা থেকে বুলবুল হত্যার অন্যতম পরিকল্পনাকারী আলোচিত পাথর খেকো বাবুল উরফে চেয়ারম্যান বাবুলকে আটক করা হয়।

আটককৃত বাবুল (৩০) কোম্পানীগঞ্জ উপজেলার ঝালিয়ার পাড় গ্রামের আব্দুল খালকের পূত্র। বুলবুল হত্যার পর থেকে বাবুল দীর্ঘদিন পলাতক ছিলো। তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন নিহত বুলবুলে ভাই জামাল আহমদ।

 

জানা গেছে- আবুল কালাম বুলবুল ওরফে বুলুকে হত্যার আসল পরিকল্পনাকারী বাবুল ওরফে চেয়ারম্যান (বাবুল) দীর্ঘ দিন ধরাছোঁয়ার বাহিরে ছিলো। এমনকি বাবুল মামলা তোলে নেয়ার জন্য বাদিকে বিভিন্ন হুমকি ধামকি দিয়েও শেষ রক্ষা হয়নি।

প্রসঙ্গ: সুনামগঞ্জের ছাতকের সীমান্ত এলাকা থেকে আবুল কালাম বুলবুল ওরফে বুলু (৩৮) নামের এক ব্যক্তিকে গত ১৭ জুলাই বুধবার উপজেলার গাংপার নোয়াকোর্ট এলাকায় নির্মমভাবে হত্যা করে একদল সন্ত্রাসী। হত্যার পর লাশ গুম করার উদ্দেশ্যে উপজেলার ইসলামপুর ইউনিয়নের ইছামতি নদীর তীর সংলগ্ন নিয়ে যায়। সেখানে লাশ রেখে তারা পালিয়ে যায়। পরে খবর পেয়ে লাশ উদ্ধার করেছে ছাতক থানা পুলিশ।জানা যায়, নিহত আবুল কালাম বুলবুল (বুলু) দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের মৃত আব্দুল মান্নানের পুত্র।

স্থানীয় লোকজন নদীর তীরে লাশ দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে ছাতক থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে সুনামগঞ্জ মর্গে প্রেরন করেছেন।এরপর নিহতের বড় ভাই আবুল হোসেন বাদি হয়ে ছাতক একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং ১৯৯/২০১৯ ইং।

Development by: webnewsdesign.com