কলকাতার জাতীয় পুরস্কারজয়ী চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জিকে বিয়ে করে দুই বাংলায় তুমুল আলোচনার জন্ম দেন আলোচিত অভিনেত্রী মিথিলা। বিয়ের পর নিজেদের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই জুটি।
এর ফাঁকেও দুই দেশের এই দুই তারকা সদ্যই একসঙ্গে হাজির হয়েছিলেন বাংলাদেশের বেসরকারি টিভি চ্যানেল বাংলাভিশনের স্টুডিওতে। সেখানে প্রথমবারের মতো স্বামী সৃজিত মুখোপাধ্যায়ের সাক্ষাৎকার নিয়েছেন মিথিলা। এপিসোডটির নাম ‘আমার আমি-আমার স্বামী’।
সাক্ষাৎকার শেষে শুটিং ফ্লোর থেকেই দুজনের একসঙ্গে তোলা একটি ছবি শেয়ার করেছেন সৃজিত-মিথিলা। মিথিলার উপস্থাপনায় এপিসোডটি প্রচার হবে আসছে বিশ্ব ভালোবাসা দিবসের দিনে। বিয়ের পর এটাই তাদের প্রথম ভালোবাসা দিবস।
উল্লেখ্য, গত ৬ ডিসেম্বর সৃজিতকে বিয়ে করেন মিথিলা। বিয়ের আসর বসেছিল কলকাতায়। সেখানে উপস্থিত ছিলেন দুই পরিবার এবং কাছের আত্মীয়-স্বজন ও বন্ধুবান্ধব। এটি মিথিলার দ্বিতীয় বিয়ে। তার প্রথম স্বামী গায়ক ও অভিনেতা তাহসান।
Development by: webnewsdesign.com