আ’লীগ সরকার কৃষক বান্ধব সরকার: এমপি মুকুল

সোমবার, ৩০ নভেম্বর ২০২০ | ১:৩৪ অপরাহ্ণ

আ’লীগ সরকার কৃষক বান্ধব সরকার: এমপি মুকুল
apps

আ’লীগ সরকার কৃষকের ভাগ্য উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছেন। যখনই আ’লীগ ক্ষমতায় আসে তখনই কৃষকের জন্য কাজ করেন। রবিবার (২৯ নভেম্বর) বেলা ১১টায় বোরহানউদ্দিন উপজেলা পরিষদ হলরুমে কৃষকদের মাঝে বিশেষ প্রণোদনা বিতরণকালে প্রধান অতিথি’র বক্তৃতায় এসব কথা বলেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল এমপি।

উপজেলা নির্বাহী অফিসার সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা আ’লীগের সভাপতি জসিম উদ্দিন হায়দার, উপজেলা ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ মিয়া, কৃষি অফিসার ওমর ফারুক প্রমুখ।

বোরহানউদ্দিন উপজেলায় রবি পুনর্বাসন ও রবি প্রণোদনা ২০২০-২০২১ এর আওতায় মোট ২৩৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষীর মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়। এছাড়া হাইব্রিড ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে হাইব্রিড বীজ মোট ৪২০০ জনকে প্রদান করা হবে।

Development by: webnewsdesign.com