আলীগ্রাম মাদ্রাসায় এডহক কমিটির সভাপতি মনোনয়ন সভা অনুষ্ঠিত

বগুড়ার শিবগঞ্জের আলীগ্রাম ইসলামিয়া আলিম মাদ্রাসায় সভাপতি মনোনয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫ | ৯:১৯ অপরাহ্ণ

আলীগ্রাম মাদ্রাসায় এডহক কমিটির সভাপতি মনোনয়ন সভা অনুষ্ঠিত
সভাপতি মনোনয়ন সভা
apps

মঙ্গলবার (৮ এপ্রিল) বিকেল ৪ ঘটিকায় অত্র মাদ্রাসার হল রুমে বিপুল সংখ্যক গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গ্রামবাসীর উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়।

বুড়িগঞ্জ ইউনিয়নের ৩নং ওয়ার্ড সদস্য আব্দুল মোত্তালেব প্রামানিকের সভাপতিত্বে আয়োজিত সভায় যথাক্রমে মৃতঃ আলহাজ্ব ইয়াকুব আলীর ছেলে সহকারী অধ্যাপক ইমরান আলীকে (১ম), মৃতঃ ছালামত প্রামাণিকের ছেলে প্রভাষক জহুরুল ইসলামকে (২য়) ও মৃতঃ কলিম উদ্দিনের ছেলে সাবেক ব্যাংকার আফজাল হোসেনকে (৩য়) নাম প্রস্তাব করা হয়। উপস্থিত গ্রামবাসী সর্বসম্মতিক্রমে তা সমর্থন করে। আলীগ্রাম ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা গোলজার হোসেন বিষয়টি নিশ্চিত করেছে।

 

এসময় উপস্থিত ছিলেন, বুড়িগঞ্জ ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক রাজেকুল ইসলাম, মাদ্রাসা শিক্ষক আমিনুল ইসলাম, আব্দুল হামিদ, জামিল উদ্দিন, আজাহার আলী, সুফিয়া খাতুন, মল্লিকা, বিশিষ্ট সমাজসেবক আবু সায়েম, শফিকুল ইসলাম, মাওলানা শামীম হোসেন, শামসুল আলম, কাবিল উদ্দিন, রফিকুল ইসলাম, আনোয়ারুল ইসলাম সুমন, আলহাজ্ব ঠান্ডা, মেহেদী, আলী হাসান, সাইদুর রহমান, মামুন, আশিক, আদম আলী, হুমায়ুন কবির, হারুন, খাতিজা, আনিছুর রহমান, আব্দুল কাদের, জাকারিয়া, মুক্তার প্রমুখ।

Development by: webnewsdesign.com