ক্রিকেটের জন্য বিখ্যাত আরব আমিরাতের শারজাহ স্টেডিয়াম। খেলার পাশাপাশি সেখানে নানা ধরনের সাংস্কৃতিক উৎসবেরও আয়োজন করা হয়। এবার সেরকমই এক আয়োজনে স্টেডিয়াম মাতাতে যাচ্ছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া।
আগামী ৩ ডিসেম্বর শারজাহ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাত ফ্রেন্ডশিপ ফেস্টিভ্যাল। সেখানেই পারফর্ম করবেন ফারিয়া।
ফারিয়ার ভাষ্য, ‘অনুষ্ঠানটিতে অংশ নিতে শিগগিরই দুবাই যাচ্ছি। ৩ ডিসেম্বর মঞ্চে উঠবো। এরপর ঢাকায় ফিরে বঙ্গবন্ধু সিনেমার শুটিংয়ে যোগ দেব।’ তিনি জানান, শারজাহ স্টেডিয়ামে ফারিয়া তার গাওয়া ‘পটাকা’, ‘আমি চাই থাকতে’ ও ‘হাবিবি’ গানে নাচবেন করবেন।
এদিকে, সম্প্রতি বাংলাদেশে শুরু হয়েছে বাংলাদেশ-ভারতের রাষ্ট্রীয় উদ্যোগে নির্মিতব্য সিনেমা ‘বঙ্গবন্ধু’র শুটিং। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর এই ছবিতে ফারিয়া অভিনয় করছেন মুজিবকন্যা শেখ হাসিনার চরিত্রে। এটি নির্মাণ করছেন বলিউডের পরিচালক শ্যাম বেনেগাল। আগামী ৫ ডিসেম্বর ফারিয়া এর শুটিং ইউনিটে যুক্ত হবেন।
Development by: webnewsdesign.com