সিরাজগঞ্জের কাজিপুরে আরচেস এনজিও এর কাজিপুর শাখার উদ্যোগে অত্রপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ডাক্তার মারুফ আহমেদ এর ১৯ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৫ মে দুপুরে উপজেলার আলমপুর চৌরাস্তা সংগঠনের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের উপপরিচালক মোঃ আমিনুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে মরহুমের স্মৃতি চারণ করেন কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী।তিনি বলেন,
ডাক্তার মারুফ আহমেদ ছিলেন জাতীয় চার নেতার অন্যতম ।সাবেক প্রধানমন্ত্রী শহীদ এম মনসুর আলীর চতুর্থ পুত্র এবং প্রয়াত জননেতা মরহুম আলহাজ্ব মোহাম্মদ নাসিম সাহেবের তৃতীয় ভাই।তিনি সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করতে আরচেস প্রতিষ্ঠা করে গেছেন।আমি তার আত্মার মাগফেরাত কামনা করি, আল্লাহ তাআলা তাকে যেন জান্নাত বাসি করেন।সেই সাথে সংগঠনটির উত্তরোত্তর উৎকর্ষ ও উন্নতি কামনা করছি।
সংস্থার জোনাল ম্যানেজার রবিউল আউয়াল তালুকদারের পরিচালনায়বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাজিপুর পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন আর আইএম ডিগ্রি কলেজ এর অবসর প্রাপ্ত অধ্যক্ষ মোঃ আব্দুল মান্নান তালুকদার,গান্ধাইল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ লুৎফর রহমান বিএসসি সহ আরচেস কাজিপুরের পাঁচটি শাখার সকল কর্মকর্তাবৃন্দ।পরে মাওলানা আব্দুল মোতালেব হোসেনের মোনাজাত পরিচালনায় মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
Development by: webnewsdesign.com