আমি কোনো অন্যায় করিনি:মেয়র জাহাঙ্গীর আলম

শনিবার, ২০ নভেম্বর ২০২১ | ২:০৯ অপরাহ্ণ

আমি কোনো অন্যায় করিনি:মেয়র জাহাঙ্গীর আলম
apps

আওয়ামী লীগ থেকে আজীবনের জন্য সদ্য বহিষ্কৃত গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম বলেছেন, আমি কোনো অন্যায় করিনি। আমি জনগণের জন্য কাজ করি। সিটি করপোরেশনের উন্নয়নে আমি কাজ করি। সিটি করপোরেশন থেকে আমি কোনো ধরনের ভাতা নেইনি।

আওয়ামী লীগ থেকে বহিস্কারের পর শনিবার (২০ নভেম্বর) দুপুর ১২টার পর তার নিজ কার্যালয়ে একটি বেসরকারি টিভি চ্যানেলের সাথে এসব কথা বলেন।

তিনি বলেন, আমার বিষয়ে নেত্রীকে ভুল বোঝানো হয়েছে।আমার বক্তব্য নিয়ে মিথ্যাচার করা হয়েছে। এ সময় তিনি কান্না করতে থাকেন। তারপর দলের নেতকর্মীরা তাকে ধরে অন্য রুমে নিয়ে যায়।

এর আগে দুপুরে সংবাদ সম্মেলন করবে বলে জানান মেয়র জাহাঙ্গীর।এ উপলক্ষে সংবাদকর্মী ও বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা তার বাসভনে ভিড় জমান।

Development by: webnewsdesign.com