আমার ভুল থেকেই শিক্ষা নেই

সোমবার, ০৫ জুন ২০২৩ | ১:৩০ অপরাহ্ণ

আমার ভুল থেকেই শিক্ষা নেই
আমার ভুল থেকেই শিক্ষা নেই
apps

টিভি নাটকের এ প্রজন্মের মডেল ও অভিনেত্রী ফারিয়া শাহরিন। ক্যারিয়ারে বেশ কিছু জনপ্রিয় নাটক উপহার দিয়েছেন। ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের মাধ্যমে ব্যাপক দর্শকজনপ্রিয়তা অর্জন করেছেন তিনি। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে ভুল থেকেই শিক্ষা নেন বলে জানিয়েছেন ফারিয়া।

তিনি বলেন, ওটিটিতে অবশ্যই কাজ করতে চাই। তবে আমার কাছে এখন পর্যন্ত যে ধরনের গল্প এসেছে কোনোটাই পছন্দ হয়নি। ভাল গল্প ও চরিত্রটি খুঁজছি। পেলে যে কোনো সময়ই কাজের বিষয়ে জানাতে পারব।

অভিনেত্রী আরও বলেন, আমার কাজের সবচেয়ে বড় সমালোচক আমার মা। সবার আগে সেই আমার অভিনয়ের ভুলক্রটি ধরিয়ে দেয়। আর আমি সেই ভুল থেকেই শিক্ষা নেই।

নাটকে সিন্ডিকেট আছে কী না জানতে চাইলে ফারিয়া বলেন, সবাই এখন নিজেদের পছন্দের শিল্পীর সঙ্গে অভিনয় করতে চায়। তবে আমি কোনো সিন্ডিকেটের মধ্যে নেই।

তিনি বলেন, আমি সবসময় ভিন্নধর্মী কাজের জন্য মুখিয়ে থাকি। ভালো গল্প ও চরিত্রে কাজ করতে চাই। যেখানে অভিনয়ের সুযোগ আছে। কিন্তু আমার কাছে সেরকম কাজের প্রস্তাব আসছে কম।

Development by: webnewsdesign.com