আমাদের মিউজিক ভিডিওগুলো এখন অনেক বেশি আধুনিক আর উন্নত

সোমবার, ১৬ নভেম্বর ২০২০ | ১০:২৬ অপরাহ্ণ

আমাদের মিউজিক ভিডিওগুলো এখন অনেক বেশি আধুনিক আর উন্নত
apps

বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান ‘গান আলাপন’। অনুষ্ঠানটি মূলত মিউজিক ভিডিওর অনুষ্ঠান, যেখানে উপস্থিত থাকেন দেশের স্বনামধন্য সংগীতশিল্পীরা। উপস্থাপক তাঁদের সঙ্গে সংগীতবিষয়ক আলোচনা করেন, আর আলোচনার ফাঁকে ফাঁকে থাকে মিউজিক ভিডিও। তবে এ ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় উপস্থিত শিল্পীদের নতুন মিউজিক ভিডিওকে। ‘গান আলাপন’ অনুষ্ঠানটি গ্রন্থনা ও উপস্থাপনা করেন ইকবাল খন্দকার। আর প্রযোজনায় শাহজালাল সরদার শিমুল।

এক বছরের বেশি সময় ধরে চলতে থাকা জনপ্রিয় এই অনুষ্ঠানটির চলতি পর্বের অতিথি লোপা হোসেইন ও সাব্বির জামান। পর্বটি বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে একযোগে প্রচার হবে ১৭ নভেম্বর বেলা ১১টা ২০ মিনিটে। ‘গান আলাপন’ সম্পর্কে ইকবাল খন্দকার বলেন- ‘আমাদের মিউজিক ভিডিওগুলো এখন অনেক বেশি আধুনিক আর উন্নত। এই অনুষ্ঠানের উদ্দেশ্য, সেসব ভিডিওকে দর্শকের সামনে তুলে ধরা এবং বাংলা আধুনিক গানকে আরো বৃহৎ পরিসরে ছড়িয়ে দেওয়া।’

Development by: webnewsdesign.com