আবেদন করেও মুক্তিযোদ্বা পরিবারের ভাগ্যে জুটেনি একটি ঘর

বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২০ | ১১:১৮ অপরাহ্ণ

আবেদন করেও মুক্তিযোদ্বা পরিবারের ভাগ্যে জুটেনি একটি ঘর
apps

সরকারী তহবিল থেকে ঘর পাওয়ার জন্য আবেদন-নিবেদন করেও একটি ঘর পাচ্ছেন না মুক্তিযোদ্বা পরিবার।

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের ০১ নং ওয়ার্ডের কালেঙ্গা গ্রামের বাসিন্দা মোছাঃ আজিরুন বেগম, স্বামী মৃত বীর মুক্তিযোদ্বা সফিক মিয়া,ভারতীয় তালিকা ক্রমিক নং- ২৭৮২০, বেসামরিক গেজেট নং-১০৬১, সাময়িক সনদ- ৬০৮৬৬। সর্বশেষ গত ০৬-০২-২০২০ইং মৌলভীবাজার জেলা প্রশাসক বরাবরে আবেদন করেন আজিরুন বেগম ।

 

তিনি বলেন, আমি খুবই দরিদ্র অসহায় ও গরীব লোক। পরিবার পরিজন নিয়ে বড়ই কষ্টে দিনযাপন করিতেছি। তাছাড়া আমাদের বসতঘরটি ও বসবাসের অনুপযোগী ঝড়বৃষ্টি হলেই ঘরের মধ্যে বৃষ্টির জল প্রবেশ করে, এমন কি যেকোনো সময় ঘর ভেঙ্গে যেতে পারে।

পূর্বে অনেকবার আবেদন নিবেদন করেছি , এমতাবস্থায় আমার একটি ঘর পাওয়া নিতান্তই জরুরী। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আকুল আবেদন আমাকে একটি গৃহ নির্মাণ করে দিলে আমার সন্তানাদি নিয়ে শান্তিতে বসবাস করতে পারবো। বিভিন্নভাবে আকুতি জানিয়ে আবেদন করেন আজিরুন বেগম।

Development by: webnewsdesign.com