“আবারও বেতার নাটকে ছন্দা”

রবিবার, ০৪ অক্টোবর ২০২০ | ৫:১৮ অপরাহ্ণ

“আবারও বেতার নাটকে ছন্দা”
apps

মঞ্চ নাটক দিয়ে অভিনয় শুরু করলেও পরবর্তী সময়ে টিভি নাটক হয়ে সিনেমায় অভিনয় করছেন গোলাম ফরিদা ছন্দা।কিন্তু করোনাকালে অভিনয়ের ব্যস্ততা কমিয়ে দিয়েছিলেন এই অভিনেত্রী। এখন আবারও সরব হয়েছেন।

নাটকেই বেশি অভিনয় করছেন ছন্দা। তবে মাঝেমধ্যে বাংলাদেশ বেতারের নাটকেও অভিনয় করছেন।সেই ধারাহিকতায় সম্প্রতিআবারও বেতার নাটকে অভিনয় করেছেন এই অভিনেত্রী।

নাটকটির নাম ‘সম্পর্ক ও বোধ’। আজাদ আবুল কালামের রচনায় নটকটি প্রযোজনা করেছেন সৈয়দা ফরিদা ফেরদৌস যাত্রী।এ নাটকে একজন গৃহবধুর চরিত্রে অভিনয় করেছেন ছন্দা।

এ প্রসঙ্গে ছন্দা বলেন, বেতার নাটকে অভিনয় করলে এখনও শ্রোতাদের কাছে থেকে ভালো সাড়া পাওয়া যায়। তাই ব্যস্ততার মধ্য দিয়ে হলেও এই মাধ্যমের কাজে নিয়মিত কাজ করতে চাই।

অন্যদিকে বর্তমানে দুটি ধারাবাহিক নাটকে নিয়মিত অভিনয় করছেন ছন্দা। এগুলো হল পারভেজ আমিনের পরিচালনায় ‘আগুন পাখি’ এবং সাজ্জাদ সুমনের পরিচালনায় ‘মাশরাফি জুনিয়র’। নাটক দুটি শিগগিরই দীপ্ত টিভিতে প্রচার শুরু হবে। এছাড়া নারগিস আক্তারের পরিচালনায় ‘যৈবতী কন্যা’ নামের একটি ছবিতেও করোনাকালের আগে অভিনয় করেছিলেন। সেটি সেন্সর শেষে এখন মুক্তির অপেক্ষায় আছে।

Development by: webnewsdesign.com