করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় মুসলমানদের ধর্মীয় ৩য় পবিত্র স্থান জেরুজালেমের আল-আকসা মসজিদ আবারও বন্ধ করে দেয়া হল। সেই সাথে ওয়াকফের কর্মীরা মসজিদে নামাজ আদায় করতে পারবেন।
আগামী শুক্রবার (১৮ সেপ্টেম্বর) থেকে মসজিদটি পুরোপুরি বন্ধ থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
জরুরি বৈঠকে বসে মসজিদের ওয়াকফ কর্তৃপক্ষ। স্থানীয় সময় শুক্রবার বিকাল থেকে পরবর্তী ৩ সপ্তাহের জন্য মসজিদ ও এর সংলগ্ন এলাকায় প্রার্থনাকারীদের প্রবেশ নিষিদ্ধের সিদ্ধান্ত নেয় কমিটি। মসজিদে আজান দেয়া বন্ধ হবে না। কেবলমাত্র ওয়াকফের কর্মীরা মসজিদে নামাজ আদায় করতে পারবেন। সবার স্বার্থেই এই পদক্ষেপ নেয়া হয়েছে বলেও জানানো হয়েছে।
করোনা মহামারিকালে এই নিয়ে দ্বিতীয় দফায় বন্ধ ঘোষণা করা হল আল-আকসা মসজিদ। গত মার্চে করোনার প্রথম দফায় বন্ধ ঘোষণা করা হয়েছিল আল-আকসা।
Development by: webnewsdesign.com