আবারও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা করলো ইয়েমেন

বৃহস্পতিবার, ২২ মে ২০২৫ | ১২:০৮ অপরাহ্ণ

আবারও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা করলো ইয়েমেন
apps

আবারও ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২২ মে) ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রটি আজ ভোরে মধ্য ইসরায়েলে আঘাত হানার আগেই তা প্রতিহত করা সম্ভব হয়েছে। ক্ষেপণাস্ত্র আঘাত হানার সময় বিমান হামলার সাইরেন বেজে ওঠে। খবর আল জাজিরার।

ইসরায়েলে এটা ইয়েমেনের হুথি যোদ্ধাদের সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলা বলে ধারণা করা হচ্ছে। তবে সামরিক বাহিনী এই হামলার বিষয়ে বিস্তারিত তথ্য জানায়নি। তারা বলেছে যে, বিমান হামলার নীতি অনুসারে সতর্কতা জারি করা হয়েছিল। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

চলতি মাসে এ নিয়ে চারবার ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হলো। এর আগে গত সোমবার একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয় এবং গত বৃহস্পতিবার আরেকটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করে ইসরায়েলি সামরিক বাহিনী।

গত ৪ মে তেল আবিবের বাইরে ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরের কাছেও ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র বিস্ফোরিত হয়। এর ফলে বেশ কয়েকজন আহত হন এবং সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ করে দেওয়া হয়। সে সময় বেশ কয়েকটি বড় এয়ারলাইন্স বিমানবন্দরে তাদের পরিষেবা বাতিল করে।

Development by: webnewsdesign.com