আবারও ইনজুরির হানা ইংল্যান্ড দলে

মঙ্গলবার, ১৭ মে ২০২২ | ১১:৫০ পূর্বাহ্ণ

আবারও ইনজুরির হানা ইংল্যান্ড দলে
apps

ইনজুরির হানায় লণ্ডভণ্ড ইংল্যান্ড দল। ইনজুরিতে ইতোমধ্যে ছিটকে গেছেন জোফরা আর্চার, মার্ক উড ও অলি স্টোন। এবার সেই তালিকায় যুক্ত হলেন পেসার সাকিব মাহমুদ।

সোমবার (১৬ মে) পিঠের ইনজুরিতে পড়েছেন তিনি। এই ইনজুরির কারণে চলতি মৌসুমে আর খেলা হবে না তার। ২৫ বছর বয়সী এই পেসার কবে নাগাদ পুরোপুরি ফিট হয়ে বোলিংয়ে ফিরতে পারবেন সেটা অনিশ্চিত।

মাহমুদ চলতি বছরের শুরুতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার ক্যারিয়ারের প্রথম দুই টেস্ট খেলেছিলেন। উইকেট নিয়েছিলেন ৬টি।
সবশেষ গেল মাসে কাউন্টি চ্যাম্পিয়নশিপে তিনি ল্যাঙ্কাশায়ারের হয়ে খেলেছিলেন। গেল সপ্তাহের পিঠের নিচের দিকের ব্যাথার কারণে তিনি আর খেলতে পারেননি। এরপর তার পিঠের স্ক্যান করানো হয়। সেখানে দেখা যায় তার কটিদেশীয় মেরুদণ্ডের হাড়ে চিড় ধরেছে।

Development by: webnewsdesign.com