আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা: ৮ম দিনের মতো চলছে সাক্ষ্যগ্রহণ

বুধবার, ১৪ অক্টোবর ২০২০ | ১২:২৬ অপরাহ্ণ

আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা: ৮ম দিনের মতো চলছে সাক্ষ্যগ্রহণ
apps

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনার মামলায় ৮ম দিনের মতো সাক্ষ্য গ্রহণ চলছে।

আজ বুধবার (১৪ অক্টোবর) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালতে সাক্ষ্য দিচ্ছেন ম্যাজিস্ট্রেট সারাফুজ্জামান আনছারি।

গত ৫ অক্টোবর মামলাটির প্রথম সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। ২৭ অক্টোবর পর্যন্ত মামলাটির সাক্ষ্য গ্রহণ চলবে। মাঝে সরকারি ছুটির দিন বাদ যাবে।

গত ১৫ই সেপ্টেম্বর ২৫ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত। এ মামলায় অভিযুক্ত ২৫ আসামির ৩ জন পলাতক।

গত বছরের ৬ অক্টোবর রাতে ফেসবুকে স্ট্যাটাস দেয়ার জেরে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে ডেকে নেয় বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। এরপর রাত ৩টার দিকে শেরেবাংলা হলের নিচতলা ও দোতলার সিঁড়ির করিডোর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

Development by: webnewsdesign.com