আবদুর রহমান খান ছিলেন একজন আদর্শবান গণমাধ্যমকর্মী- গোলাম মোহাম্মদ কাদের

মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২ | ৪:৩৪ অপরাহ্ণ

আবদুর রহমান খান ছিলেন একজন আদর্শবান গণমাধ্যমকর্মী- গোলাম মোহাম্মদ কাদের
আবদুর রহমান খান ছিলেন একজন আদর্শবান গণমাধ্যমকর্মী- গোলাম মোহাম্মদ কাদের
apps

জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সাবেক যুগ্ম সম্পাদক ও সিনিয়র সাংবাদিক আবদুর রহমান খান এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি। আজ এক শোকর্বাতায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন তিনি। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন গোলাম মোহাম্মদ কাদের।

শোকবার্তায় গোলাম মোহাম্মদ কাদের বলেন, প্রয়াত আবদুর রহমান খান ছিলেন একজন আদর্শবান গণমাধ্যমকর্মী। নতুন প্রজন্মের সংবাদকর্মীদের সামনে তিনি ছিলেন একজন আদর্শ শিক্ষক। বাংলাদেশ টাইমস, ডেইলি ইনডিপেন্ডেন্ট, সাপ্তাহিক হোলিডে এবং সর্বশেষ রেডিও তেহরান এর ঢাকা ব্যুরো প্রধান হিসেবে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে যে কৃতিত্ব দেখিয়েছেন তা নতুন গণমাধ্যমকর্মীদের সামনে দৃষ্টান্ত হয়ে থকিবে। তাঁর মৃত্যুতে দেশের গণমাধ্যমে যে শুন্যতা সৃষ্টি হলো তা সহসাই পূরণ হবার নয়।

জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সাবেক যুগ্ম সম্পাদক ও সিনিয়র সাংবাদিক আবদুর রহমান খান এর মৃত্যুতে একইভাবে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু এমপি।

Development by: webnewsdesign.com