আফ্রিকার দেশ মালিতে দুটি সেনা চৌকিতে সন্ত্রাসী হামলায় কমপক্ষে ১৩ সেনা সদস্যসহ ২৫ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির সেনাবাহিনী। সেনাবাহিনী জানায়, মপতি অঞ্চলে সোকউরা ও প্যারউকৌ সেনাচৌকিতে অতর্কিতে হামলা চালায় অজ্ঞাত বন্দুধারীরা। দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে সোকউরায় ৯ ও প্যারউকৌ চৌকিতে ২ সেনাসদস্য ঘটনাস্থলেই নিহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। হামলার পরই সন্ত্রাসীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালায় সেনাবাহিনী।
এতে কমপক্ষে ১৩ সন্ত্রাসী প্রাণ হারিয়েছে বলে দেশটির কর্তৃপক্ষ দাবি করেছে। ২০১২ সাল থেকে মালিতে সেনা সদস্যদের সঙ্গে আল কায়েদার মদদপুষ্ট স্থানীয় একটি উগ্রপন্থী সংগঠনের সংঘাত চলে আসছে। এতে কয়েক হাজার সেনাসদস্য ও বেসামরিক মানুষের প্রাণহানি হয়েছে। গত বছরই এসব হামলায় ৪৫৬ বেসামরিক লোক নিহত এবং কয়েক হাজার মানুষ আহত হয়েছেন।
Development by: webnewsdesign.com