আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ম্যাচের আগেই বাংলাদেশ দলে দুঃসংবাদ

বৃহস্পতিবার, ০৩ মার্চ ২০২২ | ২:৪৮ অপরাহ্ণ

আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ম্যাচের আগেই বাংলাদেশ দলে দুঃসংবাদ
apps

আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচের আগে দুঃসংবাদ ভেসে এল বাংলাদেশ শিবিরে। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ থেকে ছিটকে গেছেন মুশফিকুর রহিম। অর্থাৎ শততম টি-টোয়েন্টি ম্যাচটি খেলতে আরেকটু অপেক্ষা করতে হচ্ছে এ অভিজ্ঞ ব্যাটারকে।  মুশফিককে না খেলানো বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ দলের ফিজিও বায়েজিদ ইসলাম।

তিনি জানান, আঙুলের চোটের কারণে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে খেলছেন না মুশফিকুর রহিম। আপাতত পর্যবেক্ষণে রাখা হয়েছে ৩৪ বছর বয়সি ব্যাটারকে। বায়েজিদ ইসলাম এক ভিডিওবার্তায় বলেন, ‘গতকাল মুশফিকের ডান হাতের বুড়ো আঙুলে বল লাগার পর আমরা একটা এক্স–রে করি। এক্স–রেতে খারাপ কিছুই আসেনি। এক্স-রের ফল স্বাভাবিকই এসেছে। কিন্তু এখন ব্যথার জায়গাটা একটু ফুলে আছে। রংও পরিবর্তন হয়েছে। তাই আমরা তাকে পর্যবেক্ষণে রেখেছি। তাকে আজকের ম্যাচ থেকে বাইরে রাখা হয়েছে।’

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বুধবার অনুশীলনের সময় হাতে চোট পান মুশফিক।  মুশফিকের খেলা বা না খেলা নিয়ে গতকাল থেকেই অনিশ্চিত ছিল নির্বাচকমণ্ডলী। যে কারণে সতর্কতা হিসেবে রাতেই আরেক উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসানকে দলে অন্তর্ভুক্ত করে টিম ম্যানেজমেন্ট।  শেরেবাংলা স্টেডিয়ামে বেলা তিনটায় প্রথম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।

Development by: webnewsdesign.com