আপিল বিভাগে হাজির হয়ে ক্ষমা চাইলেন বিচারক কামরুন্নাহার

সোমবার, ২২ নভেম্বর ২০২১ | ২:৩০ অপরাহ্ণ

আপিল বিভাগে হাজির হয়ে ক্ষমা চাইলেন বিচারক কামরুন্নাহার
apps

আপিল বিভাগে হাজির হয়ে ক্ষমা চেয়েছেন আলোচিত রেইনট্রি ধর্ষণ মামলার রায় দেয়া বিচারক কামরুন্নাহার। মামলার এক আসামিকে জামিন দেয়ার বিষয়ে ব্যাখ্যা দিতে সোমবার সকালে তাকে আপিল বিভাগে হাজির হতে নির্দেশ দেয়া হয়েছিল।

সকাল সাড়ে ৯টার দিকে আপিল বিভাগে হাজির হন বিচারক কামরুন্নাহার। এরপর প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে ৫ বিচারপতির আপিল বেঞ্চে তার বিষয়ে রুদ্ধদ্বার শুনানি অনুষ্ঠিত হয়।

এসময় আপিল বিভাগ থেকে গণমাধ্যমকর্মীদের বের করে দেয়া হয়। প্রসঙ্গত, ধর্ষণ মামলায় উচ্চ আদালতের স্থগিতাদেশ থাকার পরও একজন আসামিকে জামিন দিয়েছিলেন বিচারক কামরুন্নাহার।

Development by: webnewsdesign.com