আপাতত আড়ালেই রাখতে চান মেয়েকে রণবীর

সোমবার, ১৪ নভেম্বর ২০২২ | ৫:০০ অপরাহ্ণ

আপাতত আড়ালেই রাখতে চান মেয়েকে রণবীর
apps

এখন কাপুর পরিবারে বাঁধন ভাঙা উচ্ছ্বাস। সবেমাত্র কাপুর পরিবারে এসেছে এক ছোট্ট পরী। কাপুর পরিবারের সবাই এখন আগলে রেখেছে তাদের নতুন অতিথিকে। তবে বাবা রণবীর কাপুর মেয়ের ব্যাপারে একটু বেশিই আবেগময়।

৬ নভেম্বর আলিয়ার কোল আলো করে এসেছে এক কন্যাসন্তান। আর তার পর থেকে সবার কৌতূহল এই নবজাতককে ঘিরে। আলিয়া আর রণবীর তাঁদের মেয়ের কী নাম রাখবেন, এ নিয়েও চলছে প্রবল জল্পনাকল্পনা। গত বৃহস্পতিবার সকালে হাসপাতাল থেকে মেয়েকে বুকে করে নিয়ে রণবীর তাঁর নিজের বাসা ‘বাস্তু’-তে ফিরেছেন। কালো রঙের রেঞ্জ রোভার গাড়িতে আলিয়া আর রণবীরের সঙ্গে তাঁদের রাজকুমারীকে দেখা গেছে। এই তারকা দম্পতি এবং তাঁদের মেয়ের নানা ভিডিও আর ছবি নেট দুনিয়ায় মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়েছিল। তবে তাঁরা তাঁদের মেয়েকে পাপারাজ্জিদের নজর থেকে বাঁচানোর জন্য সাদা কাপড়ের মোড়কে আড়াল করে রেখেছিলেন।

এখন নতুন খবর, রণবীর তাঁর আদরের মেয়ের সঙ্গে দেখা করার জন্য কিছু শর্ত রেখেছেন। আবার এ-ও শোনা যাচ্ছে যে এই বলিউড তারকা বাইরের কারও সামনে মেয়েকে আনতে চান না। কাপুর ও ভাট পরিবারের ঘনিষ্ঠ সদস্য ছাড়া এখন অন্য কাউকে নবজাতককে দেখার অনুমতি নেই। শুধু রণবীর নয়, কাপুর পরিবারের কেউ-ই তা চায় না।

রণবীর আর আলিয়া দুজনই চান না, তাঁদের কোনো তারকা বন্ধু আর আত্মীয়স্বজন এসে মেয়ের ছবি তুলুক। কোনোভাবে তাঁদের মেয়ের ছবি যাতে সামাজিক যোগাযোগমাধ্যমে চলে না আসে, তাই এত সতর্কতা। আর তাই এই তারকা দম্পতি ঘনিষ্ঠ বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজকে তাঁদের আদুরে মেয়ের ছবি না তোলার জন্য অনুরোধ করেছেন।

জানা গেছে, রণবীর আর আলিয়া আপাতত চাইছেন না বাইরের কারোর সংস্পর্শে তাঁদের মেয়ে আসুক। কারণ, নবজাতকের সংক্রমণের আশঙ্কা থেকে তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন। এমনও শোনা যাচ্ছে, চিত্রনির্মাতা করণ জোহরও এই নিয়ম থেকে রেহাই পাননি। লন্ডন থেকে আসার পর সরাসরি তিনি রণবীর-আলিয়া আর তাঁদের মেয়ের সঙ্গে দেখা করতে যেতে পারেননি। কোভিড পরীক্ষার পরই করণ এই নবজাতককে দেখার অনুমতি পান। আলিয়ার মেয়ে হওয়ার পর করণ সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বলেছিলেন যে দাদু হওয়ার অনুভূতি হচ্ছে।

গত ১৪ এপ্রিল রণবীর আর আলিয়া সাত পাকে বাঁধা পড়েছিলেন। গত জুন মাসে আলিয়া এক পোস্টের মাধ্যমে জানিয়েছিলেন যে তিনি মা হতে চলেছেন। আজ তাঁরা তাঁদের মেয়েকে ঘিরে এক নতুন জীবন শুরু করেছেন।

Development by: webnewsdesign.com