চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় কালা বিবির দিঘির মোড় এলাকায় অবস্থিত মৎস্য আড়ত সমূহে অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (২৯-এপ্রিল) সকালে উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা রাশেদুল হকের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় এবিসি মৎস্য আড়ত নামে এক আড়ত থেকে ৬০কেজি জাটকা ইলিশ জব্দ করেছে।
পরবর্তীতে এসব জাটকা উপজেলার সহকারী (ভূমি) কমিশনার তানভীর হাসান চৌধুরীর উপস্থিতিতে স্থানীয় ৪টি এতিমখানা বিতরণ করা হয়।
অভিযান পরিচালনা বিষয়ে উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা রাশেদুল হক বলেন, মা ইলিশ সংরক্ষণের জন্য এক বিশেষ অপারেশন পরিচালনা করে আনোয়ারা উপজেলার কালা বিবির দিঘির মোড়ে এলাকায় অবস্থিত মৎস্য আড়ত সমূহে অভিযান চালিয়ে এবিসি মৎস্য আড়ত থেকে ৬০কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। পরে জব্দ করা এসব জাটকা স্থানীয় ৪টি এতিমখানায় বিতরণ করা হয়।
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
Development by: webnewsdesign.com