আনোয়ারায় পোড়ানো হলো ৪ লক্ষ টাকার নিষিদ্ধ জাল

সোমবার, ১১ জানুয়ারি ২০২১ | ১:৩৯ অপরাহ্ণ

আনোয়ারায় পোড়ানো হলো ৪ লক্ষ টাকার নিষিদ্ধ জাল
apps

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার সাঙ্গু মোহনায় ও বঙ্গোবসাগরে কোষ্টগার্ড সিজি স্টেশন গহিরা ও উপজেলা মৎস্য অধিদপ্তরের সম্মিলিত বিশেষ কম্বিং অভিযানে উপকূলীয় নিষিদ্ধ ৪ লক্ষ টাকা মূল্যের ১০০০ মিটারের ১১টি বেহুন্দীজাল জব্দ করা হয়।

রবিবার (১০ জানুয়ারি) সকালে উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা রাশিদুল হকের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করে এইসব জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত এসব অবৈধ জাল কোষ্টগার্ডের পল্টনে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য বিভাগের এফ. এ জাহেদ আহমেদ, অফিস সহকারী মোহাম্মদ এনামুল হক, বাংলাদেশ কোস্ট গার্ড সাংগু-গহিরা পিও এম শফিকুল ইসলাম, সহ কোস্ট গার্ডের অন্যান্য প্রতিনিধিবৃন্দ।

এসময় সিনিয়র মৎস্য কর্মকর্তা রাশিদুল হক বলেন, মা ইলিশ সংরক্ষণের জন্য বিশেষ কম্বিং অপারেশন ২০২১ হাতে নেওয়া হয়েছে। তাই এই অপারেশন বাস্তবায়নের লক্ষে এই অভিযান পরিচালনা করা হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Development by: webnewsdesign.com