আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী ভ্যাকসিন প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন

বুধবার, ২৭ জানুয়ারি ২০২১ | ৪:২৫ অপরাহ্ণ

আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী ভ্যাকসিন প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন
প্রথম টিকা নিচ্ছেন রুনু বেরোনিকা কস্তা। ছবি: সংগৃহীত
apps

অবশেষে দেশে আনুষ্ঠানিকভাবে শুরু হলো করোনা ভাইরাসের ভ্যাকসিন প্রদান কর্মসূচি। রুনু বেরোনিকা কস্তা নামের এক নার্সের শরীরে প্রথম টিকা প্রয়োগ করা হয়।

বুধবার (২৭ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টার পর রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এই টিকা দেওয়া হয়। প্রথম দিন ৩০ জনকে টিকা দেওয়া হয়।

গণবভন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন।

তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা আমাদের কর্তব্য। যখন অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা টিকা আসলো, আমরা বললাম যত দ্রুত এই টিকা নেওয়া যায়। আমি ১ হাজার কোটি টাকা বরাদ্দ রেখেছিলাম ভ্যাকসিন কেনার জন্য।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘কিছু মানুষ ভালো না লাগা রোগে ভোগে। তার বলে দেশে ভ্যাকসিন আসবে কি না, এই টিকা কার্যকর হবে কি না। দেশে সমালোচনার লোক দরকার আছে। তারা যত সমালোচনা করেছে আমরা তত অনুপ্রাণিত হয়েছি।’

যারা ভ্যাকসিন নিতে এসেছেন তাদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। বলেন, ‘আমরা আশা করি এর মাধ্যমে করোনা ভাইরাস থেকে দেশের মানুষ রক্ষা পাবে। দেশবাসীকে ধন্যবাদ জানাই। কারণ তারা এগিয়ে না আসলে এত কিছু করা সম্ভব হতো না। যারা করোনায় মারা গেছেন তাদের মৃত্যুতে দুঃখ প্রকাশ করছি।’

Development by: webnewsdesign.com