আধুনিকতা ও প্রাকৃতিক সৌন্দর্যের মেলবন্ধন হবে চট্টগ্রাম, আশা নওফেলের

রবিবার, ২২ নভেম্বর ২০২০ | ২:৪২ অপরাহ্ণ

আধুনিকতা ও প্রাকৃতিক সৌন্দর্যের মেলবন্ধন হবে চট্টগ্রাম, আশা নওফেলের
apps

প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত প্রচেষ্টায় চলমান মেগা প্রকল্পগুলোর কাজ সম্পন্ন হলে চট্টগ্রাম আধুনিকতা আর প্রাকৃতিক সৌন্দর্যের মেলবন্ধনে সাজবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

রবিবার (২২ নভেম্বর) নগরীর ৩৪নং পাথরঘাটা ওয়ার্ডের নজুমিয়া লেইনে বিশুদ্ধ পানির পাম্প ও বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পাথরঘাটা ওয়ার্ডে আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর প্রার্থী পুলক খাস্তগীর এ কার্যক্রমের উদ্যোগ নিয়েছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সাংসদ ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে সাধারণ মানুষের ভাগ্যের এবং জীবনযাত্রার মান উন্নয়ন হয়। আর অন্যরা ক্ষমতায় থাকলে শুধুমাত্র নিজের ভাগ্যের উন্নয়ন করেন। তাই দেশের উন্নয়ন চাইলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ছাড়া অন্য কোনো বিকল্প নেই।

তিনি বলেন, উন্নয়নের অগ্রযাত্রায় বদলে যাচ্ছে বাংলাদেশের রূপ। আওয়ামী লীগ সরকারের কল্যাণে দেশে সংঘটিত হয়েছে আমূল পরিবর্তন। জীবনযাত্রার মানোন্নয়ন থেকে শুরু করে ডিজিটালাইজেশন, সবই সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নমুখী পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে। বিগত এগারো বছরে দেশের উন্নয়নে আওয়ামী লীগ সরকার নিরলসভাবে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেছেন। যার ফলাফল, বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে।

৩৪ নং পাথরঘাটা ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক আবু মোঃ আফসার উদ্দিনের সভাপতিত্বে এবং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ফজলে আজিজ বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাউন্সিলর প্রার্থী লুৎফন্নেসা দোভাষ বেবী, মোঃ সালাউদ্দিন, আব্দুর ছালাম মাসুম, নুরুল আলম মিয়া, সাবেক কাউন্সিলর তরনী সেন, নন্দিতা দাশ, ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য রাধা বাঁশি, ভক্ত দাস, মোঃ আনিস, বিশু চৌধুরী, নুর আহমেদ, মোঃ শাহজাহান, অঞ্জন শিকদার প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল নজুমিয়া লেইনের মধু বেপারী জামে মসজিদ পরিদর্শনে যান। এ সময় মসজিদের উন্নয়নের জন্য তাৎক্ষণিক ব্যক্তিগত তহবিল থেকে নগদ এক লক্ষ টাকা অনুদান প্রদান করেন তিনি।

Development by: webnewsdesign.com