অল রাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসানকে হত্যার হুমকিদাতা মহসিন তালুকদার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় মহসিন তালুকদারকে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। তখন আদালতে সে সাকিবকে হুমকি দেয়ার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা ১১ টায় দক্ষিণ সুনামগঞ্জের রণশি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব। প্রাথমিকভাবে ঘটনা স্বীকার করে মহসিন বলেন, সে সাকিবের ভক্ত কলকাতায় কালীপূজোর অনুষ্ঠানে যাওয়ায় ক্ষোভ থেকেই সে এমন হুমকি দিয়েছেন।
কালীপূজার অনুষ্ঠানের নিমন্ত্রণ গ্রহণ করে সাকিবের কলকাতায় যাওয়ায় বিক্ষুব্ধ হয়ে তাকে কুপিয়ে-টুকরো টুকরো করে হত্যার কথা বলেন এই যুবক। লাইভে এসে অকথ্য ভাষায় সাকিবকে গালাগাল করে তিনি।
এ সময় তিনি বলেন, ‘কারো চাপে এখন এ ভিডিওটি নির্মাণ করছেন না বরং সাকিবকে একটা সুযোগ দেয়ার জন্য এবং সাকিবের মতো বাকি সকল সেলিব্রেটিদের সঠিক পথে চলার বার্তা দিতে আবার লাইভ করছেন তিনি।
Development by: webnewsdesign.com