আত্মবিশ্বাসী বরাবরই প্রিয় দলের প্রতি- জাহিদ হাসান

রবিবার, ০৪ ডিসেম্বর ২০২২ | ৫:২৯ অপরাহ্ণ

আত্মবিশ্বাসী বরাবরই প্রিয় দলের প্রতি- জাহিদ হাসান
apps

সব দলই ভালো খেলে, সে জন্যই তো বিশ্বকাপে খেলার সুযোগ পায়। তবে আর্জেন্টিনা দলের বড় গুণ হচ্ছে, প্রিয় দলটি হোঁচট খেলে আবার কীভাবে ঘুরে দাঁড়াতে হয় তা ভালো করে জানে। এটা শুধু চলতি ফুটবল বিশ্বকাপেই নয়, বিগত বিশ্বকাপগুলোতেও দেখেছি।

হেরে যাওয়ার পর ঘুরে দাঁড়ানোর অভ্যাস আর্জেন্টিনার আছে বলে দলটি কোনো খেলাকে চাপ মনে করে না। নিজেদের সেরাটা দিয়েই আর্জেন্টিনা নক আউট পর্বে জায়গা করে নিয়েছে।

হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন তাসনিয়া ফারিণহাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন তাসনিয়া ফারিণ
আজ রাতে জয় নিয়েই মাঠ ছাড়ে আমার প্রিয় দলটি। আমি বরাবরই প্রিয় দলের প্রতি আত্মবিশ্বাসী। ম্যারাডোনা যেভাবে বিশ্বকাপ হাতে নিয়ে আমাদের আনন্দে আত্মহারা হওয়ার সুযোগ করে দিয়েছেন, আমার বিশ্বাস মেসিও এবার সে আনন্দে আর্জেন্টিনা সমর্থকদের ভাসাবেন। তবে এবারের বিশ্বকাপে প্রায় প্রতিটি ম্যাচ বেশ উপভোগ্য হচ্ছে। অনেক অঘটনও দেখতে পাচ্ছি।

আসলে কোন দলকেই ছোট করে দেখার সুযোগ নেই এই বিশ্ব আসরে। সবাই কিন্তু নিজেদের প্রমাণ করেই মূল পর্বে জায়গা করে নিয়েছে এবং এখন সেরা ১৬টি দল টিকে আছে। রেসে টিকে থাকতে হলে কিন্তু ভালো খেলার বিকল্প নেই। তাই নক আউট পর্বে আরও নান্দনিক খেলা দেখার অপেক্ষায় আছি।

Development by: webnewsdesign.com