পঞ্চগড়ের আটোয়ারীতে বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র-মহাজোটের ৪নং রাধানগর ইউনিয়ন কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আটোয়ারী উপজেলার বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র-মহাজোট এর আয়োজনে শুক্রবার বিকাল ৩ঘটিকার সময় রসেয়া শ্রী শ্রী হরি মন্দিরে বাবু উমা কান্ত বর্মন এর সভাপতিত্বে নিতিশ চন্দ্র বর্মন এর সঞ্চলনায় মন্দিরের মাঠ প্রঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাবু জ্যোতিষ চন্দ্র বর্মন এবং উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন বাবু পরিমল চন্দ্র বর্মন আহব্বায়ক বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র-মহাজোট পঞ্চগড় জেলা শাখা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক আটোয়ারী আর্দশ মহিলা ডিগ্রী কলেজের বাবু অভিনাশ চন্দ্র বর্মন, বাবু ধরনী কান্ত বর্মন,আহব্বায়ক বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র-মহাজোট আটোয়ারী উপজেলা শাখা, বাবু নুনী গোপাল আহব্বায়ক বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র-মহাজোট বোদা উপজেলা শাখা, বাবু দুলাল চন্দ্র বর্মন ইউপি সদস্য, বাবু শংকর চন্দ্র ঘোষ শিক্ষক, কেন্দ্রীয় কমিটির সদস্য বুলবুল চন্দ্র বর্মন সহ সবোদ চন্দ্র বর্মন সদস্য পঞ্চগড় জেলা শাখা ও উপজেলা আব্বাহয়ক কমিটির যুগ্নসম্পাদক বাবু হরিশ চন্দ্র, মিঠুন চন্দ্র বর্মন, দেবাসীস চন্দ্র বর্মন, মিলন বসাক ও উত্তম চন্দ্র বর্মন প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা ৪নং রাধানগর ইউনিয়ন বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র-মহাজোটের সভাপতি বাবু বিশেশ্বর চন্দ্র বর্মন ও সাধান সম্পাদক রিমন চন্দ্র বর্মনকে নির্বাচিত করে ৫১ বিশিষ্ট কমিটি ঘোষনা করেন।
Development by: webnewsdesign.com