নেত্রকোনার আটপাড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (১৮ অক্টোবর) দুপুরে আটপাড়া উপজেলার মোবারকপুর গ্রামে এই ঘটনাটি ঘটে।
নিহতরা হচ্ছে, আটপাড়া উপজেলার বানিয়াজান ইউনিয়নের মোবারকপুর গ্রামের সাদেক মিয়ার শিশু পুত্র আমির হামজা (৬) এবং একই গ্রামের হবি মিয়ার শিশু পুত্র সানি (৫)।
আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আলী হোসেন আজ দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নেত্রকোনা জেলা আটপাড়া উপজেলার বানিয়াজান ইউনিয়নের মোবারকপুর গ্রামের ওই দুই শিশু বাড়ির পুকুর পারে খেলা করছিল। হঠাৎ অসাবধানতাবশত পুকুরে পড়ে যায়।
অতপর বাড়ীর লোকজন টের পেয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
চিকিৎসকরা তাদের পরিক্ষা নিরিক্ষা করে মৃত বলে ঘোষনা করেন।
Development by: webnewsdesign.com