আজ ফিরছেন সেন্টমার্টিনে আটকে পড়া ৫ শতাধিক পর্যটক

রবিবার, ২৫ অক্টোবর ২০২০ | ১১:৫৪ পূর্বাহ্ণ

আজ ফিরছেন সেন্টমার্টিনে আটকে পড়া ৫ শতাধিক পর্যটক
ফাইল ছবি।
apps

সেন্টমার্টিনে বেড়াতে যাওয়ার পর সেখানে আটকে পড়া ৫ শতাধিক পর্যটক আজ রবিবার ফিরছেন। বৈরী আবহাওয়ার কারণে গত ৩ দিন ধরে তারা দ্বীপে আটকে ছিলেন।

আবহাওয়া অনুকূলে থাকায় আজ রবিবার (২৫ অক্টোবর) বিকালে সেন্টমার্টিন থেকে ছেড়ে আসা জাহাজে কক্সবাজার ফিরবেন তাঁরা। এর পর সেখান থেকে নিজস্ব গন্তব্যে রওনা হবেন এসব পর্যটক।

এ বিষয়ে বিআইডব্লিউটিএ’র চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক নয়ন শীল বলেন, ‘আবহাওয়া স্বাভাবিক হওয়ায় নৌপথে জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।

গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল থেকে সেন্টমার্টিনে প্রচুর বৃষ্টিপাত হয়। সাগর হয়ে ওঠে উত্তাল। আবহাওয়া অফিসের হুঁশিয়ারি সংকেত দেওয়ার পর গত বুধবার থেকে কক্সবাজার টেকনাফ সেন্টমার্টিন সমুদ্র পথে সব ধরনের ট্রলার ও জাহাজ চলাচল বন্ধ করে দেয় প্রশাসন।

এর ফলে কক্সবাজারের সঙ্গে সেন্টমার্টিন দ্বীপের যোগাযোগ হঠাৎ করে বন্ধ হয়ে যায়। এ কারণে বুধবার বা তার আগের দিন সেন্টমার্টিনে বেড়াতে যাওয়া ৫ শতাধিক পর্যটক আটকা পড়েন।

Development by: webnewsdesign.com