মোহাম্মদ নাসিম আওয়ামী লীগের রাজনীতির এক কিংবদন্তী। রাজনীতিতে তার চরিত্র ছিলো সাহসিকতায় ভরপুর। তিনি ছিলেন সত্যিকারের জননেতা। সিরাজগঞ্জ তথা কাজিপুরের তিনি ছিলেন আশার আলোর বর্তিকা।
তার অনুপস্থিতি কাজিপুর বাসির নিকট অত্যন্ত কষ্টের ও বেদনাদায়ক। বাংলাদেশের উন্নয়নের রোল মডেল কাজিপুর, সেটাও প্রয়াত জননেতা মরহুম আলহাজ্ব মোহাম্মদ নাসিম এর কারণে সম্ভব হয়েছে। আজও কাজিপুরবাসির কাছে তাকে হারানো বেদনা তাড়া করে ফিরে, কাজিপুর বাসির জন্য কাজ করতে এসে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন তিনি ।
সিরাজগঞ্জবাসিকে যমুনা নদীর ভাংগনের হাত থেকে রক্ষা করে সিরাজগঞ্জ তথা কাজিপুর কে করেছেন সমৃদ্ধ তিনিই মোহাম্মদ নাসিম । বঙ্গবন্ধুর আর্দশের সৈনিক হিসেবে মৃত্যুর আগ পর্যন্ত মানুষের কল্যাণে নিবেদিত ছিলেন তিনি ।কাজিপুর কে উন্নয়নের আলোয় আলোকিত করছেন তিনি। কাজিপুরের প্রতিটি মানুষের জীবনে এনেছেন আমুল পরিবর্তন, নদী ভাংগন রোধ থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান,বেকারত্ব লাগবে কর্মসংস্থানসৃষ্টি, নানা ক্ষেত্রে করেছেন অপরিসীম উন্নয়ন, যাহা কাজিপুরবাসি কোন দিন তার ঋণ শোধ করতে পারবে না।তিনি কাজিপুরের প্রতিটি মানুষের হৃদয়ে জাগ্রত হয়ে আছেন। তাই তিনি মরে গিয়েও কাজিপুরবাসির নিকট স্মরণীয় হয়ে থাকবেন।”
মোহাম্মদ নাসিম তার বাবা মনসুর আলীর মতোই সাহসী ও নির্ভীক ছিলেন। কোনো দিন অন্যায়ের সঙ্গে আপস করেননি। তার চলে যাওয়া শুধু দলই নয়, দেশের রাজনীতির জন্যও ক্ষতি।নেতা তৈরির কারিগর ছিলেন মোহাম্মদ নাসিম, তিনি ছিলেন রাজনৈতিক শিক্ষক। আন্দোলন সংগ্রাম কীভাবে গড়ে তুলতে হয়, তার প্রধান সেনাপতি ছিলেন। সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিলেন মোহাম্মদ নাসিম। অসাম্প্রদায়িক সমতাভিত্তিক রাষ্ট্র গড়ে তোলার অঙ্গীকার থেকে কখনো বিচ্যুত হননি তিনি। মোহাম্মদ নাসিম সবসময়ই সাধারণ মানুষের কল্যাণে কাজ করেছেন। তার চিন্তা-চেতনায় সব সময় ছিল দলীয় নেতাকর্মী।
বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী মোহাম্মদ নাসিম ১৯৪৮ সালের ২ এপ্রিল সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলায় জাতীয় চার নেতার অন্যতম শহিদ ক্যাপ্টেন এম মনসুর আলী ও মা মোসাম্মাত্ আমেনা মনসুরের ঘরে জন্মগ্রহণ করেন।গত ২০২০ সালে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর স্ট্রোকে মোহাম্মদ নাসিমের জীবন সংকটাপন্ন হয়ে উঠেছিল, সেই সংকট আর কাটেনি। দীর্ঘ ১০ দিন ধরে হাসপাতালে জীবন-মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে ২০২০ সালের ১৩ জুন মারা যান রাজনীতির এই উজ্জ্বল নক্ষত্র।
Development by: webnewsdesign.com