আজ ঢাবির শতবর্ষ আয়োজনে গাইবেন জেমস

রবিবার, ১২ ডিসেম্বর ২০২১ | ১:৫৮ অপরাহ্ণ

আজ ঢাবির শতবর্ষ আয়োজনে গাইবেন জেমস
জেমস
apps

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ পূর্তি ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে আজ রোববার সন্ধ্যায় “ডিজিটাল বাংলাদেশ কনসার্ট” মঞ্চে গাইবেন জেমস।

এক ভিডিও বার্তায় জেমস বলেন, ‘বন্ধুরা, আমি আসছি ১২ ডিসেম্বর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে। গান হবে, কথা হবে।’

জেমস ছাড়াও এ আয়োজনে থাকবে ব্যান্ড দল ওয়ারফেজ, সহজিয়া, মেঘদল, কৃষ্ণপক্ষ, তীরন্দাজ ও কণ্ঠশিল্পী মিনার, নাওমীসহ অনেকেই। শতবর্ষ পূর্তি উপলক্ষে এই আয়োজন শুরু হয় গত ১ ডিসেম্বর।

জেমসের ম্যানেজার রুবাইয়াৎ ঠাকুর রবিন গণমাধ্যমকে বলেন, ‘ডিসেম্বর মাসজুড়েই কনসার্ট নিয়ে ব্যস্ত থাকবেন জেমস ভাই। আগামী ১৫ ডিসেম্বর গুলশান ক্লাবে, ১৬ ডিসেম্বর বিজয় দিবসের বেশ কিছু কনসার্টে তিনি গাইবেন। বিজয়ের ৫০ বছর পূর্তিতে জাতীয় প্যারেড স্কয়ারে আয়োজিত কনসার্টেও গাইবেন তিনি।’

Development by: webnewsdesign.com