কোরবানির ঈদের আর তিনদিন বাকি। চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী হয়ে ‘ক্যাটেল স্পেশাল ট্রেন’ চলবে। ফলে এই অঞ্চলের খামারি ও ব্যবসায়ীদের গরু অল্প খরচে ঢাকায় নিয়ে যাওয়া সম্ভব হবে। বিষয়টি নিশ্চিত করেছেন- পশ্চিম রেলওয়ের রাজশাহী স্টেশন ম্যানেজার আবদুল করিম।
তিনি বলেন, আজ শনিবার (১৭জুলাই) চাঁপাইনবাবগঞ্জ থেকে বিকেল সাড়ে ৪টায় যাত্রা শুরু করবে। বিকেল সাড়ে ৫ টায় রাজশাহী স্টেশন থেকেই এই ট্রেন ছেড়ে যাবে। এর আগে ঢাকায় কোরবানির পশু পরিবহনে দুই জোড়া ‘ক্যাটেল স্পেশাল ট্রেন’ চালুর করা হয়েছে।
জানা গেছে, করোনাকালিন সময়ে গবাদি পশু ব্যবসায়ীদের চাহিদা অনুযায়ী কোরবানি পশু পরিবহনে রেলের এই স্পেশাল ট্রেন চালু করার উদ্যোগ গ্রহণ করে। ট্রেনগুলো চালানোর জন্য ৪ টি ওয়াগন প্রস্তুত করা হয়েছে। একটি ওয়াগনে ২০টি করে মোট ৮০ টি গরু পরিবহন করা যাবে। খামারি তথা পশু ব্যবসায়িদের কাছ থেকে চাহিদা পাওয়ায় বিকেলে ক্যাটেল ট্রেনে গবাদি পশু যাবে ঢাকায়।
চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে ষ্টেশনের সহকারি ষ্টেশন মাষ্টার মোহাম্মদ ওবায়দুল্লাহ জানান, চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা-চাঁপাইনবাবগঞ্জ রুটে স্পেশাল ক্যাটেল ট্রেন বিকেল সাড়ে ৪টায় চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আমনুরা বাইপাস, কাকনহাট, রাজশাহী, উল্লাপাড়া, জয়দেবপুর, ধীরাশ্রম, টঙ্গী ও তেজগাঁও স্টেশনে যাত্রা বিরতি দিবে রাত ৩টা ৪৫ মিনিট নাগাদ ঢাকা পৌঁছাবে।
Development by: webnewsdesign.com