আজারবাইজানের সঙ্গে তুরস্কের মুক্ত বাণিজ্য চুক্তি

বৃহস্পতিবার, ২১ জানুয়ারি ২০২১ | ৪:৪৬ অপরাহ্ণ

আজারবাইজানের সঙ্গে তুরস্কের মুক্ত বাণিজ্য চুক্তি
apps

আজারবাইজানের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির অনুমতি দিয়েছে তুরস্ক। মঙ্গলবার এ সংক্রান্ত নোটিশ সরকার গেজেট আকারে প্রকাশ করে। তুর্কি সংবাদমাধ্যম ইয়েনি শাফাক জানিয়েছে, ২০২০ সালের ২৫ ফেব্রুয়ারি দুই দেশের মধ্যে চুক্তিটি আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত হয়।

গত বছর তুরস্ক ও আজারবাইজানের সঙ্গে দুই বিলিয়ন ডলারের দ্বিপক্ষীয় বাণিজ্য হয়। এর মধ্যে তুরস্ক ১ দশমিক ৭ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করে এবং ৩০০ মিলিয়ন ডলার সমপরিমাণ পণ্য আমদানি করে।

তুরস্কের রপ্তানি পণ্যের মধ্যে বিশেষ করে মেশিনারি, যান্ত্রিক সরঞ্জামাদি ও নিমার্ণ সামগ্রী রয়েছে। তুরস্কে বর্তমানে ২০ টিরও বেশি মুক্ত বাণিজ্য চুক্তি রয়েছে। সম্প্রতি যুক্তরাজ্যের সঙ্গে তুরস্কের ঐতিহাসিক বাণিজ্য চুক্তি হয়েছে।

Development by: webnewsdesign.com