আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গতকাল রবিবার রাতের মতো আজ সোমবারও বৃষ্টির হওয়ার সম্ভাবনা আছে। এতে কমতে পারে তাপমাত্রা।
পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।
গত কয়েক দিন সারা দেশে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ ছিল। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, আজ দেশের কোথাও কোথাও মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। কিছু কিছু জায়গায় দিনের বেলাতেই তাপমাত্রা কমতে পারে।
আবহাওয়ার পূর্বাভাস আরও বলা হয়েছে, আজ ঢাকা, টাঙ্গাইল, মাদারীপুর, গোপালগঞ্জ, মাইজদী কোর্ট, ফেনী, পাবনা, পটুয়াখালী, পটুয়াখালীর খেপুপাড়া অঞ্চলসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। কোনো কোনো স্থানে তা কমতে পারে।
Development by: webnewsdesign.com