চট্টগ্রামে আবারও ভূমিকম্প অনুভূত

শনিবার, ২৭ নভেম্বর ২০২১ | ৪:৩৯ অপরাহ্ণ

চট্টগ্রামে আবারও ভূমিকম্প অনুভূত
apps

চট্টগ্রামে আজও ভূমিকম্প অনুভূত হয়েছে। বিকাল সাড়ে ৪টার দিকে এই ভূমিকম্প অনুভূত হয়। ৪.২ মাত্রার মৃদু এই ভূমিকম্পের উৎপত্তিস্থল মিয়ানমার। এতে এখনো কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগে গতকাল শুক্রবার ভোরে চট্টগ্রামে মাঝারি মানের ভূমিকম্প অনুভূত হয়। এতে চকবাজারের কাপাসগোলা সড়কের রহমান ভিলা হেলে পড়ে।

ওই ভবনের দ্বিতীয় তলা থেকে নিচতলা পর্যন্ত দুই ফুটের মতো ফাঁক রয়েছে। কিন্তু ওপরের তিনতলা থেকে ছাদ পর্যন্ত অংশটি পাশের ভবনে লেগে যায়।

একইভাবে চান্দগাঁও থানাধীন খাজা রোড এলাকায় হেলে পড়ে আরেকটি বহুতল ভবন। ওই ভবনটির ওপরের অংশটি ভূমিকম্পের পর পাশের ভবনে গিয়ে পড়েছে।

Development by: webnewsdesign.com