আবারও ভূমিহীনদের জমিসহ ঘর দেবে সরকার। আগামী বৃহস্পতিবার ২৬,২২৯টি বাড়ি উপহার দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১৮ জুলাই) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন মুখ্যসচিব ড. আহমদ কায়কাউস।
তিনি বলেন, প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব বাড়ি ও জমির দলিল হস্তান্তর করবেন।
এবার এ কর্মসূচিতে লক্ষ্মীপুর, বাগেরহাট, মাগুরা, ময়মনসিংহ এবং পঞ্চগড়ে সরাসরি যুক্ত থাকবেন সরকারপ্রধান। এছাড়া দেশের ৫২টি উপজেলাকে ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষণা দেবেন শেখ হাসিনা।
Development by: webnewsdesign.com