আগামীকাল ইবিতে নবীন বরণ

রবিবার, ০২ ফেব্রুয়ারি ২০২০ | ৮:৪৯ অপরাহ্ণ

আগামীকাল ইবিতে নবীন বরণ
apps

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষের নবীন শিক্ষার্থীদের নবীনবরণ আগামীকাল (সোমবার) অনুষ্ঠিত হবে। রবিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

 

 

 

রেজিস্ট্রার অফিস সূত্রে, আগামীকাল (সোমবার) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে নবীন বরণ অনুষ্ঠিত হবে। এতে ইবির ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. সাইদুর রহমানের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পদার্থ বিজ্ঞান বিভাগের এমেরিটাস অধ্যাপক ড. অরুণ কুমার বসাক।

 

 

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইবির উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী। বিশেষ অতিথি হিসেবে থাকবেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তােহা।

উল্লেখ্য, এ বছর মোট ৩৪ টি বিভাগে একযোগে ক্লাস শুরু হয়েছে গত ২৬ জানুয়ারি।

Development by: webnewsdesign.com