আকাশে মেঘ দেখলেই যেখানে বিদ্যুৎ থাকে না

সোমবার, ০৫ জুলাই ২০২১ | ১২:১৭ অপরাহ্ণ

আকাশে মেঘ দেখলেই যেখানে বিদ্যুৎ থাকে না
apps

হবিগঞ্জ জেলা লাখাই উপজেলার জিরুন্ডা গ্রামের আকাশে মেঘ জমলেই বিদ্যুৎ উধাও হয়ে যায়। এরপর কখন বিদ্যুৎ আসবে সে খবর নিয়েও অফিসের কর্তাব্যক্তিদের চলে লুকোচুরি খেলা। অফিস কর্তাদের ফোন করলে কেউ বলেন, অপেক্ষা করুন; কেউ বলেন, গ্রিট বন্ধ; আবার কেউ বলেন, সাব-স্টেশনে কাজ চলছে একটু পরেই পাবেন ইত্যাদি ইত্যাদি।

বেশ কয়েক বছর ধরে জিরুন্ডা, মানপুর, সন্তষপুর গ্রামে বিদ্যুৎ বিভ্রাট ঘটছে, যা এখন চরমে পৌছেছে। মেঘ-বিদ্যুতের এই লুকোচুরি খেলা এখন নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এছাড়া সামান্য ঝড়-বাতাস হলেই বিদ্যুৎ উধাও হয়ে যায়। দু-একদিনেও তখন বিদ্যুতের নাগাল পাওয়া যায়না। তাছাড়া দিনে রাতে অসংখ্যবার লোডশেডিংতো নিয়মিত ব্যাপার। ঘনঘন বিদ্যুৎ বিভ্রাটের কারণে জনমনে চরম অসন্তোষ সৃষ্টি হয়েছে। এছাড়া মাঝেমধ্যে ঘোষনা দিয়ে, আবার অনেক সময় ঘোষনা ছাড়াই লাইন সংস্কারের নামে সারাদিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়।

জিরুন্ডা গ্রামের মোঃ সিরাজুল ইসলাম জানান, বৈরী আবহাওয়ার নাম করে প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুতের লাইন বন্ধ থাকে। ফোন করলে বলে পাওয়ার গ্রিডের অবস্থা খারাপ ২/৩ ঘণ্টা পর ছাড়া সার্ভিস চালু করা সম্ভব নয়।

২৪ ঘণ্টায় ১০ থেকে ১২ বার বিদ্যুৎ আসা-যাওয়া করায় বিনষ্ট হচ্ছে টেলিভিশন, ফ্যান, ফ্রিজসহ, ঘরের ইলেকট্রনিক্স মালামাল। শিক্ষার্থীরা অনলাইনে ক্লাস করতে পারছে না। নিত্যনৈমিত্তিক কাজে বিঘ্ন ঘটছে। এমন অবস্থা চলতে থাকায় এলাকাবাসীর মধ্যে বিরূপ প্রতিকৃয়া ও ক্ষোভ সৃষ্টি হচ্ছে।

বিদ্যুৎ বিভ্রাটের কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে স্থানীয়রা, যেন দ্রুত এ সমস্যা সমাধানে উদ্যোগী হয়।

Development by: webnewsdesign.com