বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ১৫ বছর যারা আওয়ামী লীগ করেছেন তাদেরকে যদি বিএনপির কোনো নেতা নিয়ে এসে বিএনপি বানানোর চেষ্টা করে তাহলে আগে সেই সব বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। তারেক রহমান বলেছেন বিএনপির নামে যদি কেউ চাঁদাবাজির চেষ্টা করে তাদের বহিস্কার করা হবে। যে কেউ যদি দলের ভাবমূর্তি নষ্ট করে তার বিরুদ্ধেও আগে ব্যবস্থা নেয়া হবে।
রবিবার (১ সেপ্টেম্বর) দুপুরের দিকে জেলা বিএনপির কার্যালয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ও বন্যায় নিহত, ছাত্র আন্দোলনে শহীদের এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজনে তিনি এসব কথা বলেন।
এর আগে সকালে আলাইপুরে দলের অস্থায়ী কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন নেতা-কর্মীরা। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহবায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, সদর উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম মাষ্টারসহ নেতৃবৃন্দ।
Development by: webnewsdesign.com