আইনি সেবা দিতে সব সময় প্রস্তুত এ্যাডভোকেট শিরিন আক্তার শেলী

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২০ | ১১:১০ অপরাহ্ণ

আইনি সেবা দিতে সব সময় প্রস্তুত এ্যাডভোকেট শিরিন আক্তার শেলী
apps

আমাদের দেশ সোনার বাংলাদেশ আর এই দেশে আইনি সেবার জন্য অনেক মানুষ কষ্ট করে আইনি সেবা ঠিক মতো না পেয়ে আইনের উপর থেকে ভরসা হারিয়ে ফেলছে অনেক সময় সাধারণ মানুষের মুখে শোনা যায় টাকা হলে নাকি আইন কিনা যায় আসলে এই কথা ভুল, কিছু খারাপ মানুষের জন্য আইনের উপর থেকে ভরসা হারিয়ে ফেলছে সাধারণ মানুষ।

তাই সাঠিক আইনি সেবা দেওয়ার জন্য আমি সব সময় প্রস্তুত আছি বললেন নরসিংদী জেলার জজকোর্ট এর উকিল এ্যাডভোকেট শিরিন আক্তার শেলী তিনি বলেন, অনেক সময় দেখি আদালতে এসে অনেক গরীব মানুষ কান্না করতে থাকে আমি কান্না দেখে এগিয়ে গেলে তখন অসহায় গরীব মানুষ গুলোর মুখ থেকে শোনা যায় আপা আমার ছেলেটা অন্যায় ভাবে জেল খাটতেছে বা আমার মেয়েটা তখন আমি এই অসহায় গরীব মানুষ গুলোর পাশে দাঁড়াই এবং বিনা টাকায় মামলার সব কাজ গুলো করে দিয়ে থাকি, তাই আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি সকলের দোয়াতে এ্যাডভোকেট শিরিন আক্তার শেলী আরো বলেন, আমি সব সময় চেষ্টা করি অসহায় মানুষ গুলোর পাশে থাকার জন্য আমাকে ফোন করে যখন যে কোনো মানুষ তাদের সমস্যার কথা বলে তখন আমি তাদের সমস্যার কথা শুনে সঠিক পরামর্শ দিয়ে পাশে থাকার চেষ্টা করি আমি সত্যের পথে আছি।

সারা জীবন থাকবো সকলের কাছে বলতে চাই কেউ যদি মিথ্যা ভাবে পুলিশি হয়রানি হোন বা মিথ্যা মামলায় জরিত হয়ে যান তাহলে নরসিংদী জজকোর্ট এসে আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের পাশে দাঁড়াবো সঠিক আইনি সেবা দিয়ে।

Development by: webnewsdesign.com