ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এক আইনজীবীকে আসামির লকআপে দীর্ঘ ২ ঘণ্টা আটকে রাখার অভিযোগে ওই ম্যাজিস্ট্রেটের অপসারণ চেয়ে বিক্ষোভ করছেন আইনজীবীরা।
বুধবার (২৩ ডিসেম্বর) সকাল নয় টার এমন ঘটনা ঘটে। আইনজীবীরা ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের এজলাস রুম থেকে সকলকে বের করে দিয়ে তালা দেন। এসময় তারা ম্যাজিস্ট্রেটের অপসারণ দাবিতে বিক্ষোভ শুরু করেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত উক্ত ঘটনার ফলে সিএমএম আদালতের বিচারকাজ বন্ধ রয়েছে এবং আদালতের সামনে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।
Development by: webnewsdesign.com