অস্ট্রেলিয়ায় উদ্বোধনের পরে ক্ষতিগ্রস্ত মহাত্মা গান্ধীর ভাস্কর্য, প্রধানমন্ত্রী স্কট মরিসনের ক্ষোভ

সোমবার, ১৫ নভেম্বর ২০২১ | ২:৩১ অপরাহ্ণ

অস্ট্রেলিয়ায় উদ্বোধনের পরে ক্ষতিগ্রস্ত মহাত্মা গান্ধীর ভাস্কর্য, প্রধানমন্ত্রী স্কট মরিসনের ক্ষোভ
apps

অস্ট্রেলিয়াকে দেওয়া ভারতের উপহার মহাত্মা গান্ধীর ভাস্কর্য নষ্ট করার চেষ্টা চালিয়েছে দুস্কৃতিকারীরা। এমন ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন। ভাস্কর্যটির গলার কাছে কাটার দাগ রয়েছে।

অস্ট্রেলিয়ান ইন্ডিয়ান কমিউনিটি সেন্টারের সামনে ভাস্কর্যটি স্থাপন করা হয়েছিল। গত শুক্রবার ভাস্কর্যটি উদ্বোধনের সময় হাজির ছিলেন মরিসন। তিনি আরও বলেছেন, ‌‘সাংস্কৃতিক স্থাপনায় এমন হামলা সহ্য করা হবে না। এই ধরনের অশ্রদ্ধা অসম্মানের ও হতাশাজনক।’

ভিক্টোরিয়ায় ফেডারেশন অব ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সূর্য প্রকাশ সোনি বলেছেন, ‘এ ঘটনায় গোটা সম্প্রদায় কষ্ট পেয়েছে।’
সূত্র : এবিসি অস্ট্রেলিয়া

Development by: webnewsdesign.com